রাজধানীজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে চার মন্ত্রীর সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠক চলছে। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়েছে । ফিটনেস, লাইসেন্স, রুট পারমিট ছাড়া কোনো গাড়ি টার্মিনাল থেকে বের হতে পারবে না। আর রাজপথ ছেড়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও তিনি শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে সরকার, পরিবহন মালিক-শ্রমিক পক্ষের নেতারা অংশগ্রহণে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে অংশ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পুলিশের আইজিপি জাভেদ পাটোয়ারী, ডিএমপি পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া, বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here