নিরাপদ সড়কের দাবীতে সাড়া দেশে আন্দোলন চলাকালে বাগেরহাটের শরণখোলায়  ফিটনেসবিহীন একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে  ধাক্কা খেলে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হন। আজ দুপুরে শরণখোলা-মোড়েলগঞ্জ সড়কের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। দূুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানান, রায়েন্দা বাসষ্ট্যান্ড থেকে ঢাকা মেট্রো-৫৫৮০ নং একটি মিনিবাস ২৫-৩০জন যাত্রী নিয়ে দ্রুতগতিতে মোড়েলগঞ্জের উদ্দেশ্যে যাবার সময় শরণখোলা মোড়েলগঞ্জ সড়কের বটতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি রেইনট্রি গাছের সাথে ধাক্কা খায়। এতে কমপক্ষে ১৫জন যাত্রী আহত হয়। আহতদে মধ্যে  বাসুমতি রায় (৫০), অনিমেষ (৩০), আমির হোসেন (৬০), কামাল চাপরাশী (৬০), সরোয়ার (৩৫), সুমী বেগম (২৫), সুমন মন্ডল (৩৫), রুহুল মোল্লা (৫৫), বাদশা মুন্সী (৪৫), মধু হাওলাদার (৩৫) কে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে। এদের বাড়ী শরণখোলা মোড়েলগঞ্জের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। তবে, আহতাদের মধ্যে ৬/৭ জনের আবস্থা আশংকা জনক। দূর্ঘটনার পর গাড়ীর চালক ও হেলপার পালিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here