আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া বাসের চাবিগুলো ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল ও কলেজের প্রধান পৃষ্ঠপোষক এবং লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসানের কাছে হস্তান্তর করেন। তিনি কলেজের পক্ষ থেকে চাবি গ্রহণ করেন। কলেজের অধ্যক্ষ নূর নাহার ইয়াসমিন, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও পদস্থ সেনা কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।

চাবি গ্রহণ শেষে কলেজের মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন অধ্যক্ষ নূর নাহার। তিনি বলেন, ২৯ জুলাই কুর্মিটোলায় বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুটি বাস রেষারেষি করতে গিয়ে দুই শিক্ষার্থীকে চাপা দেয়। এতে ১২ জন আহত হয়। আহত সবাইকে প্রথমে কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের সিএমএইচে পাঠানো হয়। কয়েকজন চিকিৎসা নিয়ে চলে গেছে। অন্যদের অবস্থা আশঙ্কামুক্ত। সরকার এর মধ্যে সব দাবি মেনে নিয়েছে। শিক্ষার্থীরা যাতে নিরাপদে কলেজে আসতে পারে, এ জন্য এই বাসগুলো দেওয়া হয়েছে। অধ্যক্ষ বলেন, ‘মা হিসেবে বলতে চাই, নিরাপদ সড়ক চাই। শিক্ষক হিসেবে বলছি, প্রধানমন্ত্রী তোমাদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তোমরা শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাও।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here