বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে পালিয়ে যেতে বিএনপি সরকারের প্রত্যক্ষ মদদ ছিলো বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ই আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক শোক সভায় এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘আমাদের সকলের মধ্যে একটা কৌতূহল যে, বঙ্গবন্ধুর খুনিদের আমরা কবে দেশে ফিরিয়ে আনবো। আপনাদের একটা কথা বলি, পোষা পাখি ছেড়ে দিলে, উড়ে গেলে তাকে কী ফিরিয়ে আনতে পারেন? পোষা পাখি ফিরিয়ে আনতে যদি কষ্ট হয় তাহলে এই খুনি, পলাতক আসামিদের ফিরিয়ে আনতে কেমন কষ্ট সেটা চিন্তা করেন।’

আইনমন্ত্রী দবি করেন, ‘বিএনপি আমলে একজনকে আমেরিকায় থাকার স্থায়ী ব্যবস্থা করে দেয়া হয়েছে। তাকে ফিরিয়ে আনার জন্য আমরা আমেরিকা সরকারের সঙ্গে আলোচনা করছি। এই আলোচনা অনেকাংশে ফলপ্রসূ হচ্ছে। আমরা যদি আগামীতে ক্ষমতায় আসতে পারি তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি যে, এই রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here