ঝিনাইদহে ডাকাতদলের দায়ের কোপে সাইফুল ইসলাম (৩২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসের মেডিকেল কোরের ল্যান্স কর্পোরাল সাইফুল ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের হাফিজ উদ্দীন হাবুর ছেলে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বংকিরা গ্রামের পুলিশ ফাড়ির অনতিদুরে হাওনঘাটা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মধ্যরাতে জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করেছে। রাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে নিহত পিতা হাফিজুদ্দিন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। নিহতর ছোট ভাই নৌবাহিনীর সদস্য মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার রাতে তারা বদরগঞ্জ বাজার থেকে সাইফুলের শ্বশুর ছামছুল ইসলামকে সঙ্গে নিয়ে তিনজন এক মটরসাইকেলে নিজ গ্রামে ফিরছিলো। তারা বাড়ির কাছাকাছি হাওনঘাটা মাঠের মধ্যে পৌঁছালে ৬-৭ জনের ডাকাতদল জাম গাছ কেটে রাস্তায় ফেলে গতিরোধ করে। এ সময় ডাকাতদলের সঙ্গে সাইফুলের বাদানুবাদের এক পর্যায়ে তারা প্রথমে তাকে হাতে ও পরে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিন্স তাবে মৃত ঘোষনা করেন। ডা. প্রিন্স জানান, অনেক আগেই রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ডাকাতদের চিনে ফেলার কারণে সাইফুলকে হত্যা করা হতে পারে বলে তার ছোট ভাই নৌসদস্য মনিরুল দাবী করেন। গ্রামবাসি সুত্রে জানা গেছে, নিহত সাইফুলের স্ত্রী শাম্মি আক্তার দেশের সেরা একজন এ্যথলেটিক হিসেবে বহু দেশে ক্রীড়া নৈপুন্য প্রদর্শন করে খ্যাতি অর্জন করেন। এই দম্পত্তির দুই সন্তান রয়েছে। তাদের নাম আবু হামজা ও আবু হুরাইরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here