দর্পণ কবীর
(উৎসর্গ: খুন হওয়া সাংবাদিক সুবর্ণ নদীকে)

সুবর্ণ,
আপনি যেখানে লাশ হয়ে পড়ে
আছেন, রাষ্ট্রও ঠিক এখানে এক গলিত লাশ!
যে কথাগুলো গণতন্ত্রের সুরভী মেখে
স্বাধীনতার ফুল হয়ে আপনার লেখনীতে ফুটে উঠতে
চেয়েছিল, সেই কথাগুলো
আপনার রক্তস্রোতের ধারা হয়ে আমাদের অবনত
করে গেল নিদারুন লজ্জা আর গ্লানিতে।

সুবর্ণ,
আমাদের মাথার ওপর লটকে থাকা
আকাশ এতোটা নিচে নেমে এসেছে,
আমরা কোনো প্রিয়মুখ দেখতে পাচ্ছি না, আর
কী আশ্চায,
মুখোশ পড়া খুনীরা কণ্ঠ মেলাচ্ছে কোরাসে।
অন্ধকারও মেকী আলো হয়ে আমাদের দাঁড় করিয়েছে
বিভ্রান্ত-বৃত্তে!

সুবর্ণ,
আপনি নদী বলেই তের শ’ নদীর জল
স্থির হয়েছিল মৃত্যুকে আলিঙ্গনের সময়। আপনার
নেই কোনো পরাজয়, শুধু আমাদের নাম হয়েছে ‘অবক্ষয়!’

২৯ আগষ্ট, ১৮। নিউইয়র্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here