কথা ছিলো, কথা ছিলো না

0
626

শামসুদ্দিন হারুন

হাতে রেখে হাত হেঁটে যাবো আমরা দুজন…কথা ছিলো
কথা ছিলো চোখের তারায় নেবো তোমার চোখের ছায়া ।
পাথরে পাথর ঘষে কপালে দেবো কাঁচপোকা টিপ
আর গোলাপি দু ঠোঁট তুলে নেবো আমার কালো ঠোঁটে !

কখনও কোথাও যাবো আমরা দুজন, চঞ্চল দুই
শালিকের মতো উড়ে যাবো অরণ্য নিবিড়ে…কথা ছিলো।
কথা ছিলো সমুদ্র পাড়ের বাবলা চারায় ফোটাবো ফুল
এবং আমরা দুজন হেঁটে যাবো বহু দূর সমুদ্র গভীরে…।

বুকে নিয়ে ডাহুকের প্রেম,বিরহী পাখির মতো একাকী
ডেকে ডেকে একদিন উড়ে যাবো অনন্ত সীমায়,
তুমি হীন তুমিময়তায় স্মৃতির পান পাত্র হাতে
নীলকণ্ঠ হবো….. ছিলো না এমন কথা তোমার আমার।

ছিলো না এমন কথা, তবু ঘটে যায়, ঘটে গেলো সুধা তা-ই
ছিন্ন ভিন্ন করে তুমি চলে গেলে,আকাশ ভেঙ্গে পড়ে মেঘনার তীরে।
বিপন্ন জোছনায় ঝিঁঝিঁরা ডেকে আনে ভোর, তুমি নেই…
জ্বলে যাই,পুড়ে যাই,ভেসে যাই কর্ণফুলীর খড়কুটো স্রোতের ভীড়ে।

রচনাকাল- সেপ্টেম্বর ১৯৯০ চট্টগ্রাম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here