আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। এশিয়া কাপে খেলছেন না বিরাট কোহলি। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। সহ-অধিনায়কের দায়িত্বে শিখর ধাওয়ান। মনীশ পাণ্ডে ও কেদার যাদবকে দলে ফেরানো হয়েছে। দলে নতুন মুখ খলিল আহমেদ।
কেদার আইপিএলের সময় চোট পেয়েছিলেন। চোট সারিয়ে অবশেষে ফিরলেন একদিনের দলে। পেস আক্রমণ জোরদার করার জন্য বাঁহাতি মিডিয়াম পেসার খলিলকে দলে নেওয়া হয়েছে। আইপিএল খেলার অভিজ্ঞতা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় এই প্রথম তিনি। ইংল্যান্ডে টেস্ট সিরিজের আগেই চোট পাওয়া ভুবনেশ্বর কুমারকেও দলে ফেরানো হয়েছে।

বিরাট কোহলি ক্লান্ত। সেকারণেই তাকে বিশ্রাম দেওয়া হল। ইংল্যান্ডে টানা খেলে চলেছেন ভারত অধিনায়ক। প্রথমে টি২০ সিরিজ। তারপর ওয়ানডে সিরিজ। সবশেষে চলছে টেস্ট সিরিজ। তাই আগামী সিরিজগুলোর কথা ভেবেই বিশ্রাম দেওয়া হল কোহলিকে।

ভারতের ১৬ জনের দলটা একবার দেখে নেওয়া যাক:‌ রোহিত শর্মা (‌অধিনায়ক)‌, শিখর ধাওয়ান (‌সহ–অধিনায়ক)‌, লোকেশ রাহুল, অম্বাতি রাইডু, মনীশ পাণ্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরা, শার্দুল ঠাকুর, খলিল আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here