রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি।
আজ শনিবার সকালে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি গণমাধ্যমকে বলেন, ‘ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২২ শর্তে আগামীকাল রোববার সোহরাওয়ার্দী উদ্যানে সামাবেশ করার অনুমতি দিয়েছে। সমাবেশ বিকেল ৫টায় শেষ করার কথা বলা হয়েছে।’

‘সমাবেশের শর্তের মধ্যে আরো রয়েছে- মিছিল নিয়ে সমাবেশে আসা যাবে না, দুই ঘণ্টা সভাস্থলে লোক সমাগমের কথাও বলা হয়েছে’, যোগ করেন বিএনপির এই নেতা।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি এবং নেতাকর্মীদের ‘গায়েবি মামলায় গ্রেপ্তারের’ প্রতিবাদে বিএনপি এই সমাবেশের ডাক দেয়। প্রথমে ২৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এই সমাবেশ করার কথা ঘোষণা দিয়েছিল বিএনপি। পরে তা পিছিয়ে ২৯ সেপ্টেম্বর (শনিবার) নির্ধারণ করা হয়। কিন্তু এ দিন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল মহানগর নাট্যমঞ্চে সভা ডাকায় বিএনপিকে একদিন পিছিয়ে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয় ডিএমপির পক্ষ থেকে।

বারবার সমাবেশের তারিখ পেছানোর ব্যাপারে গতকাল শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘(ডিএমপি) বলেছে ২৭ তারিখেরটা ২৯ তারিখে দিতে, আমরা সেটাও করেছি। তো, আমরা এবার চাই যে উনারা (ডিএমপি), উনাদের সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে ২৯ তারিখে আমরা বলেছি। সেটা না হলে ৩০ তারিখ উনারা যদি দেন সেটা করতেও… আমাদের জনসভা করতে কোনো অসুবিধা নেই। আমরা সেটা সাফল্যমণ্ডিত করব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here