‘নীল’ ছবির তারকা হিসেবে যাঁর খ্যাতি, সেই সানি লিওন নাকি শ্লীলতাহানির শিকার হয়েছিলেন! এবার ‘#মি টু’ প্রচারণার সঙ্গে যুক্ত হলেন ভারতের বিতর্কিত এই নায়িকা। সম্প্রতি বাজ ফিড নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন, ১৮ বছর বয়সে এমনি এক অভিজ্ঞতা হয়েছিল তাঁর। একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলেন। ওই গানে কাজ করেছিলেন একজন র‍্যাপার। তিনিও ছিলেন ওই শুটিংয়ে। তিনি সানির সঙ্গে আপত্তিকর আচরণ করেন। সানি লিওন তখন একবারেই নতুন। তার পরও শুটিং স্পটেই তিনি এর প্রতিবাদ করেছিলেন।
এ ছাড়া ‘করনজিৎ কাউর: দ্য আনটোল্ড স্টোরি’ তথ্যচিত্রেও এই ঘটনার কথা বলেছেন সানি লিওন। তিনি বলেন, ‘ওই ঘটনায় আমি খুবই বিরক্ত হয়েছিলাম। সোজা চলে যাই প্রযোজক আর পরিচালকের কাছে। তাঁদের কাছে অভিযোগ করি। তাঁদের শর্ত দিই, ওই র‍্যাপারকে কাজ থেকে বাদ দিতে হবে। তা না হলে আমি আর এই কাজের সঙ্গে থাকব না।’ সানি লিওন আরও বলেছেন, ‘প্রযোজক আর পরিচালককে বলেছি, আপনাদের আমাকে দরকার। এই মিউজিক ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ। শুটিংয়ে যদি লোকটি থাকে, তাহলে আমি কাজ করতে পারব না। তাকে বলে দিন আমার ধারে কাছে যেন না আসে।’

যিনি সবার কাছে ‘নীল’ ছবির তারকা হিসেবে পরিচিত, তাঁর নিজের জীবনে এমন ঘটনার মুখোমুখি হওয়ায় অবাক হয়েছেন অনেকেই। ‘করনজিৎ কাউর: দ্য আনটোল্ড স্টোরি’ তথ্যচিত্রে সানি লিওন বলেছেন, ‘সেটা আমার জন্য ছিল কঠিন সময়।’

এখন ‘নীল’ ছবির তারকা সানি লিওন ‘#মি টু’ প্রচারণার সঙ্গে যুক্ত হয়ে তুলে ধরেছেন নিজের জীবনের না বলা কথা। আর ‘# মি টু’ প্রচারণায় তাঁকে স্বাগত জানিয়েছেন এর সঙ্গে যুক্ত অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here