আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ‘বেআইনি’ কোনো দাবি মেনে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
রোববার সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, ‘বেগম খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডিত হয়ে কারাগারে আছেন। বিএনপিকে মাথায় রাখতে হবে আদালতের রায়ে দণ্ডিত কোনো কয়েদিকে আদালতের মাধ্যম ছাড়া মুক্তির কোনো পথ নেই। সুতরাং নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বর্জনের হুমকি দিয়ে বেআইনি কোনো দাবি মানার সুযোগ নেই।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের বিধান অনুযায়ী হবে— একথা উল্লেখ করে তিনি বলেন, ‘সেই নির্বাচনে আমরা সকল দলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। সুতরাং নির্বাচনকে কেন্দ্র করে আইন ভঙ্গ করা বা সংবিধান লঙ্ঘন করার দাবি গ্রহণযোগ্য নয়।’

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here