লিওনেল মেসিকে জাতীয় দল থেকে পুরোপুরি অবসরে যেতে আহ্বান জানিয়েছেন ম্যারাডোনা।
ম্যারাডোনা মনে করেন, আর্জেন্টিনা হারলেই সব দায় মেসির উপর এসে পড়ে। কারণ দলের দায়িত্বটা তার উপরই। বিশ্বকাপের পর যে অবস্থার সৃষ্টি হয়েছে, তাতে তার না ফেরাই উচিত।

বার্সেলোনার হয়ে সব ধরনের ট্রফি জিতলেও জাতীয় দলের হয়ে মেসির অর্জন নামমাত্র। বিশ্বকাপসহ বেশ কয়েকটি বড় টুর্নামেন্টের ফাইনাল খেলেও ফিরতে হয়েছে খালি হাতে। এর মধ্যে কোপা আমেরিকার ফাইনাল খেলেছেন পরপর দুইবার।

রাশিয়া বিশ্বকাপেও আর্জেন্টিনা সুবিধা করতে পারেনি। বাদ পড়ার পর মেসি অস্থায়ীভাবে অবসরে চলে গেছেন। কবে ফিরবেন; আদৌ ফিরবেন কী না সে বিষয়ে কিছু বলেননি।

আর্জেন্টিনার একটি পত্রিকাকে ম্যারাডোনা বলেন, ‘মেসিকে নিয়ে কী বলবো? তার আসলে আর ফেরা উচিত নয়। অবসরে যাক।’

‘তাকে বলতে চাই জাতীয় দলে আর যেও না। দেখ তারা সামলাতে পারে কী না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here