বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমানের আত্মজীবনীর ওপর প্রকাশিত বইগুলো ভবিষ্যতে গবেষণার বড় খোরাক হবে।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকালে গণভবনে ঢাকাস্থ স্পেনের দূতাবাস কর্তৃক স্প্যানিশ ভাষায় প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যত বেশি ভাষা সাহিত্যের চর্চা হবে তত বেশি সংস্কৃতির বিকাশ হবে। এই বই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস স্মরণ করিয়ে দেবে বলেও মন্তব্য করেন তিনি। এখন পর্যন্ত প্রধান ১০টি বিদেশি ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনুবাদ হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

আরো বেশ কয়েকটি ভাষায় অনুবাদের কাজ চলছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত, পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here