মাদারীপুরে সাংবাদিক সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদেরদেশের মানুষ পদ্মা সেতুর সুবিধা ভোগ করা শুরু করলে জিডিপি দেড় থেকে দুই শতাংশ বাড়বে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুধু দক্ষিণাঞ্চল নয় সারাদেশই এর সুবিধা পাবে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে মাদারীপুরে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আগামীকাল রবিবার (১৪ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদারীপুরে সমাবেশ করার কথা রয়েছে। ওই সমাবেশস্থল পরিদর্শনে এসেই সাংবাদিকদের মুখোমুখি হন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘মাদারীপুর প্রধানমন্ত্রীর ভালবাসার এলাকা। তাই নির্বাচনের জন্য নয়, ভালবাসা থেকেই প্রধানমন্ত্রী এখানে জনসভা করবেন। এই এলাকা আমারাদের, আমরা এখানে জয়লাভ করবো বলে আশা করি।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘পদ্মা সেতু হলে দক্ষিণাঞ্চল ও আশপাশের এলাকাসহ সারা দেশে কী প্রভাব পড়বে, কী উন্নতি হবে এটাই আমাদের মূল ফোকাস।’

এসময় ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন– রেলমন্ত্রী মুজিবুল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here