রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে মিরপুরের রূপনগরে দুজন ও বনানীতে একজন নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত ও আজ সোমবার সকালে এ দুটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ সকালে রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক জানান, গতকাল দিবাগত রাতে ব্যবসায়ী রাজ্জাক (৪৬) ও তাঁর বন্ধু জাহিদুর রহমান দুদু (৪২) মোটরসাইকেলে করে সাভার থেকে মিরপুরের দিকে আসছিলেন। পথে গোড়ান চটবাড়ী পানি উন্নয়ন বোর্ডের সামনের রাস্তায় মোটরসাইকেলটিকে কোনো একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়।

স্থানীয়রা উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে আছে বলে জানান এসআই আজিজুল।

এদিকে বনানী থানার এসআই মো. শাহিন আলম জানান, আজ ভোরে আর্মি স্টেডিয়াম এলাকায় কোনো একটি গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক (২৭) নিহত হয়েছেন। তাঁর পরনে রয়েছে জিন্স প্যান্ট ও চেক শার্ট।

ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল ৮টার দিকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here