বিশ্বজুড়ে হঠাৎই বন্ধ হয়ে যায় ইউটিউব। বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিট থেকে সাইটটি বন্ধ দেখাচ্ছে। এ সময় কম্পিউটারের ডেস্কটপ থেকে ইউটিউবে প্রবেশ করলে সাইটের বিভিন্ন ক্যাটাগরি দেখা গেলেও কোনও ভিডিও দেখাচ্ছে না। আর স্মার্ট-ফোনেও একই অবস্থা দেখা গেছে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছে, এই সমস্যা এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় দেখা যাচ্ছে।

ইউটিউবে প্রবেশ করতে না পারায় ব্যবহারকারীরা আলোচনা শুরু করে। এরপর সেটা নজরে আসে কর্তৃপক্ষের। গুগলের মালিকানাধীন ইউটিউব জানায়, সমস্যা সমাধানে কাজ চালিয়ে যাচ্ছে তারা।

এক টুইট বার্তায় ইউটিউব বলে, ইউটিউব, ইউটিউব টিভি এবং ইউটিউব মিউজিকে প্রবেশ সমস্যা সম্পর্কে আমাদের জানানোয় ব্যবহারকারীদের ধন্যবাদ। সমস্যা সমাধানে কাজ করছি, সমাধান হওয়ার পর আপনাদের জানিয়ে দেয়া হবে। এই অসুবিধার জন্য দুঃখিত।

ইউটিউব বন্ধ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে লেখালেখি করেছেন অনেক ব্যবহারকারী। তারা কেউ মজা করেছেন আবার কেউবা হতাশা প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here