তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জঙ্গি-রাজাকারের সঙ্গ না ছাড়ায় বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান এখনও গণতন্ত্রের জন্য উপযুক্ত নয়।’
বৃহস্পতিবার তথ্যমন্ত্রীর হেয়ার রোডের বাসভবনে অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘রাজাকার ও মুক্তিযোদ্ধাকে একপাল্লায় মাপবেন না, খুনী আর ভালো মানুষকে একপাল্লায় মাপবেন না। মুক্তিযুদ্ধের নেত্রী শেখ হাসিনা আর রাজাকারের নেত্রী খালেদা জিয়াকে একপাল্লায় মাপবেন না।’

‘স্মরণ রাখবেন এর আগে খালেদা জিয়া গণতন্ত্রের ঘোমটা মাথায় দিয়ে জঙ্গি-সন্ত্রাসী তৎপরতা চালিয়েছেন। তিনি সেই পথ ত্যাগ করেননি, জঙ্গি-রাজাকারের সঙ্গ ছাড়েননি,’- বলেন জাসদের সভাপতি ইনু।

তথ্যমন্ত্রী বলেন, ‘কামাল হোসেন ও বিএনপি বাংলাদেশে একটি অস্বাভাবিক সরকার তৈরির পাঁয়তারা করতে হাত মিলিয়েছে। ৭ দফা আর ১২ দফার ঘোমটা মাথায় নিয়ে তারা খালেদা-তারেকের মুক্তি দাবির সুর তুলছে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন আইনের শাসনের আলোর পথে এগিয়ে চলেছে, তখন বাংলাদেশ আর বিএনপি ও তাদের সঙ্গীরা চিহ্নিত দণ্ডপ্রাপ্ত আসামিদের মুক্ত করার ষড়যন্ত্র করছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here