রোনালদো কি দেখেছেন এল ক্লাসিকোর ম্যাচটি। মেসিবিহীন বার্সেলোনা তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে দিয়েছে। খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদকে ৫-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে। ক্যাম্প ন্যুতে এই জয়ে লিগে নিজেদের শীর্ষ অবস্থান পোক্ত করেছে। আর রিয়াল কোচ হুলেন লোপেতেগুইয়ের চাকরি সুতোর ওপর ঝুলিয়ে দিয়েছে।
বার্সেলোনা গুনে গুনে রিয়ালের জালে গোল দিয়েছে। আর রিয়াল ফুটবলাররা দর্শক হয়ে দেখেছেন। ম্যাচের শুরুতেই মনে হয়েছিল রিয়ালকে লিগের প্রথম এল ক্লাসিকো ম্যাচে বড় হার উপহার দিতে যাচ্ছে বার্সা। দ্বিতীয়ার্ধে অবশ্য রিয়াল অল্প সময়ের জন্য এল ক্লাসিকোর আবহ ফিরিয়ে এনেছিল। তাতে শোধ হয় একটি গোল। কিন্তু এরপর বার্সা ভয়ঙ্কর হয়ে ওঠে। দ্বিতীয়ার্ধে রিয়ালের জালে দেয় আরও ৩ গোল।

ম্যাচের ১৫ মিনিটের মাথায় গোল দিয়ে শুরু করে বার্সেলোনা। জর্ডি আলবার দেওয়া ক্রস থেকে দারুণ গোল করেন ব্রাজিল তারকা কুতিনহো। তার শট ঠেকানোর কোন উপায় জানা ছিল না রিয়াল গোলরক্ষক কর্তোয়ার। এরপর প্রথমার্ধের ৩০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করেন সুয়ারেজ। ওই গোল শেষ হয় প্রথমার্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here