হলিউড থেকে বলিউড। বলছি #মিটু আন্দোলন সম্পর্কে। যে আন্দোলনের বাতাস বর্তমানে ভয়াবহ ঝড়ের রূপ নিয়েছে গোটা ভারতে। সেই বাতাস এবার বোধহয় শুরু হল বাংলাদেশের অভিনয় জগতেও। সম্প্রতি দেশের প্রথম সারির একটি দৈনিককে দেয়া সাক্ষাতকারে যৌন হয়রানি বিষয়ে মুখ খুলেছেন জনপ্রিয় মডেল ও নাট্য অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজের সঙ্গে ঘটা কিছু বাজে অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।
সাক্ষাতকারে বাঁধনকে প্রশ্ন করা হয়, অভিনয় করতে এসে কখনও কোনো আপত্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কি না? উত্তরে বাঁধন বলেন, ‘নানাভাবে যৌন নিপীড়নের শিকার হয়েছি। আপত্তিকর মন্তব্যও শুনেছি। চোখ দিয়েও তো প্রতিদিন ধর্ষিত হচ্ছি। আমাদের দেশে মানুষের চোখে সমস্যা, মনেও সমস্যা। তা না হলে শিশুরা কেন ধর্ষিত হবে।’

অভিনেত্রী বলেন, ‘আপত্তিকর প্রস্তাব দেয়ায় অনেক কাজই ছেড়ে দিয়েছি। যেখানে কিছু বিকিয়ে দিতে হবে, সেখান থেকে ফিরে এসেছি। আমি কীভাবে যেন সবকিছু আগে থেকেই বুঝে যাই। ভালো মানুষ হঠাৎ করে শয়তান হয়েছে, এমনটা দেখা যায় না। আমার মনে হয়, যারা শয়তান তারা সব সময়ই শয়তান, প্রমাণিত শয়তান।’

কিন্তু কাদের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছেন বাঁধন? কারও নাম উল্লেখ না করে অভিনেত্রী বলেন, ‘নাম এখনই বলতে চাই না। সময় হলে ঠিকই বলব। যৌন নিপীড়নের শিকার হয়েছি, এটা মিডিয়ার অনেকেই জানেন। তাৎক্ষণিকভাবে প্রতিবাদও করেছি। কোনো কিছুতে আমি ভয় পাই না। অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেই আজকের অবস্থানে এসেছি।’

বাঁধনের অনেক আগেই অবশ্য মুখ খুলেছেন টিভি নাটকের আরেক অভিনেত্রী ফারিয়া শাহরিন। চলতি বছরের শুরুর দিকেই তিনি নাম প্রকাশ না করে একাধিক প্রযোজকদের বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ এনেছিলেন। এ নিয়ে সে সময় তুমুল হইচই শুরু হয়েছিল। বিতর্ক শুরু হয়েছিল পক্ষে-বিপক্ষে। এবার বাঁধনের মন্তব্যেও তেমন কিছু ঘটবে কি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here