জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে। মঙ্গলবার সকালে গণভবনে যাওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ পাওয়ার পর বিকালে রাজধানীর মতিঝিলে কামাল হোসেনের চেম্বারে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে প্রতিনিধি দলের সদস্যদের নাম চূড়ান্ত হয়।
বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব সাংবাদিকদের বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছি। আমরা বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণভবনে যাব। ঐক্যফ্রন্টের ১৫ নেতা যাবেন। কামাল হোসেন আমাদের নেতা, উনি ১৫ জনের বাইরে। প্রতিনিধি দলে বিএনপি, জেএসডি, জাতীয় ঐক্য প্রক্রিয়া, গণফোরাম, নাগরিক ঐক্যের নেতৃবৃন্দ থাকবেন।

প্রতিনিধি দলে ১৬ জনের মধ্যে কে কে রয়েছেন, তাদের নাম প্রকাশ করেননি রব। বিএনপি মহাসচিব ফখরুল প্রতিনিধি দলে থাকছেন কি না- প্রশ্ন করা হলে রব বলেন, বিএনপি মহাসচিব একশবার যাবেন। উনাকে বাদ দিয়ে তো সংলাপ হবে না।

রব নিজেকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র হিসেবে পরিচয় দিয়ে বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টে একজন মুখপাত্র নিয়োগ করা হয়েছে। তার নাম আ স ম আবদুর রব। এর বাইরে ফ্রন্টের কেউ কোনো কথা বললে তা জাতীয় ঐক্যফ্রন্টের বক্তব্য হবে না।’

আ স ম রব বলেন, সংলাপে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ৭ দফার ভিত্তিতে অালোচনা হবে। সংলাপে দেশ ও গণতন্ত্রের স্বার্থে অালোচনা হতে হবে। সংসদ নির্বাচনকে সামনে রেখে যেন গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এটা নিয়ে আলোচনা হবে। এরপর আমরা পরবর্তীতে রাজশাহী, বরিশালসহ পুরো দেশে জনসভা করবো। সুশীল সমাজ, ওলামা মাশায়েখ, পেশাজীবীদের সঙ্গেও আমাদের বৈঠক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here