বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর দাবি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন পেছানো হবে কি হবে না, সে বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল সোমবার নেয়া হবে। আজন রোববার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নুরুল হুদা বলেন, আমরা সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছিলাম। আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। তাদের কেউ কেউ নির্বাচন পেছানোর বিষয়ে ইসিতে চিঠিও দিয়েছে। সিইসি বলেন, সব দল আসুক। আমরা আগামীকাল (সোমবার) বসে নির্বাচন পেছানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাব।

উল্লেখ্য গত ৮ই নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন কে এম নুরুল হুদা। তবে তার আগে থেকেই তফসিল ঘোষণা না করতে একাধিকবার দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্টসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। অবশ্য এ ব্যাপারে তখন কোনো পদক্ষেপ নেয়নি নির্বাচন কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here