চলতি মৗসুমে প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন এডিনসন কাভানি। সঙ্গে গাল উদযাপন করলেন নেইমারও। দুজনের নৈপুণ্যে মোনাকোকে হারিয়ে লিগ ওয়ানে শীর্ষস্থান আরও মজবুত করলো পিএসজি। মোনাকোর মাঠে রোববার ম্যাচটি ৪-০ গোলে জেতে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। এদিন সাত মিনিটের ব্যবধানে কাভানি দুবার বল জালে পাঠালে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় পিএসজি। উভয় ক্ষেত্রেই ছিল অফসাইডের সন্দেহ। তাই ভিএআরের সাহায্য নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি। চতুর্থ মিনিটে নেইমারের পাসে গোল করেন কাভানি।

আর একাদশ মিনিটে ফরাসি ফরোয়ার্ড মুসা দিয়াবির পাসে ঠিকানায় পাঠান উরুগুয়ের স্ট্রাইকার। ৪৪তম মিনিটে মোনাকোর তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড জর্ডি এমবৌলার ক্রসে লাগে পোস্টে। এর খানিক পর ইউলিয়ান ডেক্সলার জালে বল পাঠালে ভিএআরের সাহায্য নেন রেফারি। পওে অফসাইডের কারণে ব্যবধান বাড়েনি। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে দিয়াবির বাড়ানো বল ফাঁকায় পেয়ে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন কাভানি। ৬৪তম মিনিটে স্পট কিকে দলের চতুর্থ গালটি করেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা। ১৩ ম্যাচের সবকটিতে জেতা পিএসজির পয়েন্ট ৩৯। ১৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে লিলে। ভীষণ বাজে সময়ের মধ্যে দিয়ে পথচলা মোনাকো ৭ পয়েন্ট নিয়ে আছে ১৯তম স্থানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here