কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা অভিনীত ‘ভিলেন’ ছবিটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। এদেশে ভিলেনের আমদানিকারক এনইউ আহমেদ ট্রেডার্স। প্রতিষ্ঠানটির কর্ণধার কামাল কিবরিয়া লিপু চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন।

নিউ ইয়র্ক থেকে বৃহস্পতিবার প্রযোজক লিপু জানান, ভিলেনের বিনিময়ে ঢাকাই সুপারস্টার শাকিব খানের ‘রানা পাগলা: দ্য মেন্টাল’ ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে।

কামাল কিবরিয়া লিপু আরও বলেন, গত রবিবার ‘ভিলেন’ বাংলাদেশের সেন্সরে জমা দেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে সেন্সর হবে। তিনি জানান, ‘রানা পাগলা: দ্য মেন্টাল’ ছবিও কলকাতায় সেন্সরে জমা পড়েছে।

প্রযোজক লিপু বলেন, সেন্সর ছাড়া ‘ভিলেন’ মুক্তির সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। আশা রাখছি আগামী সপ্তাহে সেন্সর পাবে। তারপর মুক্তির তারিখ নেব। ৩০ নভেম্বর মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে। ওইদিন সম্ভব না হলে ডিসেম্বরের যে কোনো সপ্তাহে মুক্তি দেব।

পশ্চিমবঙ্গে ‘ভিলেন’ মুক্তি পেয়েছে ১২ অক্টোবর (দূর্গা পূজা)। বাবা যাদবের পরিচালনায় ওই ছবিতে অঙ্কুশ ছাড়াও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, ঋত্বিকা সেন।

ক্রাইম থ্রিলার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘ভিলেন’। প্রযোজনা করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)।

অন্যদিকে, রানা পাগলা দ্য মেন্টাল ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পড়শী, আঁচল, মিশা সওদাগর, পারভেজ চৌধুরী।

এ পরিচালক শামীম আহমেদ রনি। প্রযোজনা করেছিল বাংলা এক্সপ্রেস ফিল্মস। নাচ-গান-অ্যাকশন ও মসলাদারে ভরপুর মেন্টাল মুক্তি পেয়েছিল ২০১৬ সালের জুলাই ৭ জুলাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here