একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খানকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন মাগুরা জেলা জজ আদালত।

মাগুরা জেলা বিএনপির সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন খান বৃহস্পতিবার আদালতে জামিনের জন্য আবেদন করলে মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

এছাড়া নরসিংদীতে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মনোয়ার হোসেন খানকে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করে তার ব্যক্তিগত সহকারী রুবাইয়াত হোসেন খান বলেন: মাগুরা-১ আসন থেকে বিএনপির একমাত্র প্রার্থী মনোয়ার হোসেন খান।

‘আজ সকালে আদালতে জামিন নিতে গেলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন আদালত।’

মনোয়ার হোসেন খানের আইনজীবী শাহেদ হাসান টগর বলেন: মনোয়ার হোসেন খান স্ত্রীর অসুস্থতার কারণে অনেক দিন ধরেই সিঙ্গাপুরে অবস্থান করছিলেন। কিন্তু সংসদ নির্বাচনে তিনি অধিক জনপ্রিয় হওয়ায় বিএনপি তাকে মনোনয়ন দেয়। এ কারণেই তিনি দেশে ফিরে মনোনয়নপত্র দাখিলের পর জামিনের জন্য আদালতে হাজির হন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২১ মার্চের পেট্রোলবোমা হামলায় ৫ শ্রমিক হত্যা মামলার আসামী ছিলেন ধানের শীষের এই প্রার্থী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here