পিএসভিকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে গেছে বার্সেলোনা। দলকে জেতাতে প্রথম গোলটি করেন লিওনেল মেসি। দ্বিতীয়টি পিকের।

স্পেনের ক্লাবটি আগেই শেষ ষোলোয় পা রেখেছিল। বাকি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কাজটি।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে এগিয়ে যায় বার্সা।

ডেম্বেলের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বাঁ পায়ের জোরালো শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন মেসি।

৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিকে। মেসির ফ্রি কিকে স্পেনের এই ডিফেন্ডার পা ছোঁয়ালে বল গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

ম্যাচ শেষে পিকে বলেন, এই গোলটি অনুশীলনের ফসল। কিন্তু মেসি বলেন ভিন্ন কথা। বার্সা অধিনায়কের মন্তব্য, ‘ফ্রি-কিকটি বাজেভাবে নেয়া হয়েছিল। ভাগ্য পক্ষে থাকায় গোলটি হয়ে যায়।’ পিএসভির হয়ে ৮২তম মিনিটে একমাত্র গোলটি করেন ফ্রেঙ্কি দে জং।

এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন বার্সা। গত সেপ্টেম্বরে নিজেদের মাঠে প্রথম লেগের ম্যাচে মেসির হ্যাটট্রিকে ৪-০ গোলে জিতেছিল কাতালান ক্লাবটি।

আরেক ম্যাচে লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে নিজেদের গ্রুপে পিএসজি ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে। তারা ছিল তিন নম্বরে। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here