আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া মনোনয়ন প্রত্যাশীদের করা আপিল আবেদনের ওপর আজ শনিবার নির্বাচন কমিশনে শেষ দিনের আপিল শুনানি চলছে।

আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন যারা তারা হলেন- গণফোরামের নাঈম জাহাঙ্গীর (জামালপুর-৩), খেলাফত মজলিশের আব্দুল কাইয়ুম খান (নেত্রকোণা-১), একে এম লুৎফর রহমান (ময়মনসিংহ-১), চৌধুরী মোহাম্মদ ইসহাক (ময়মনসিংহ-৬), শাহ মফিজ (ব্রাহ্মণবাড়িয়া-২), মোরশেদ সিদ্দিকী (চট্টগ্রাম-৯), বিএনপির এম মোরশেদ খান (চট্টগ্রাম-৮), বিএনপির জেড খান মো. রিয়াজ উদ্দিন (চাঁদপুর-৪)।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা থেকে বাকি ২৩৩ জনের আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়।

সূত্র আরো জানায়, এর আগের দুই দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফেরত পান ১৫৮ জন। আর বাতিল বা খারিজ হয়ছে ১৪১ জনের আপিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here