জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। দলে ছিলেন অধিনায়ক মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান এবং সাইফউদ্দিন। সেবার জ্বর থেকে ওঠা রুবেল পুরোপুরি ফিট ছিলেন না। এবার তিনি ফিট। ওদিকে শিশির থাকার স্পিন আক্রমণে ঝুঁকবে না বাংলাদেশ। আর তাই দলে থাকবে তিন পেসার। প্রশ্ন সেখানেই। খেলবেন কে, রুবেল হোসেন নাকি সাইফউদ্দিন।

উত্তর পাওয়া যাবে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফির কথায়, রুবেল জিম্বাবুয়ে সিরিজের আগে অসুস্থ ছিল। সেই সুযোগটা সাইফউদ্দিন ভালো কাজে লাগিয়েছে। তবে আমি মনে করি রুবেল অসাধারণ বোলার। সবার থেকে এগিয়ে সে। রুবেল যেন তার সেরা জায়গা থেকে সরে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’

সারাদেশ শীতের চাদরে ঢাকতে শুরু করেছে। ঢাকায় তার তীব্রতা কম হলেও শিশির আছে বেশ। ম্যাচের নিয়ন্ত্রক হতে পারে এই শিশির। মাশরাফি বলেন, এই সময়টায় দিবা-রাত্রির ম্যাচে শিশিরের প্রভাব খুব গুরুত্বপূর্ণ। ২০১৫ থেকে আমরা তিনজন পেসার নিয়ে খেলছি। এমনকি কখনো চারজনও খেলানো হচ্ছে। টেস্ট ম্যাচ দিয়ে ওয়ানডে বিচার করা যাবে না। আমরা তিনজন পেসারই খেলাতে চাই।’

ওয়ানডে ক্রিকেটে বেশি স্পিন খেলানোর কিছু অসুবিধা আছে। পাঁচজন ফিল্ডার ওপরে থাকলে স্পিনে মারা সহজ। মাশরাফি সেটা উল্লেখ করে বলেন, স্পিনার অসাধারণ কিছু না করলে বেশি খেলানো যায় না। ফ্ল্যাট উইকেটেও আমরা পেসার বেশি খেলিয়েছি। কাজেই ওদিকটা খেয়াল রাখা জরুরী।’ এছাড়া বিশ্বকাপটা নিশ্চয় মাথায় আছে মাশরাফির। বাংলাদেশ দলে স্পিন আক্রমণে সাকিবের সঙ্গে মিরাজের থাকার ইঙ্গিত করলেন অধিনায়ক। তারা দু’জন ব্যাট করতে পারে এটা দলের বড় সুবিধা সেটাও উল্লেখ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here