তিন দিনে দেশের ৩৮৯টি উপজেলায় সেনাবাহিনী টহল পরিচালনা করেছে ২৪৭৫টি। গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী ৩৮৯টি উপজেলায় গতকাল তাদের দায়িত্বপূর্ণ এলাকায় ১০৩৯টি টহল পরিচালনা করেছে। এ ছাড়া মোতায়েনের দিন ২৪শে ডিসেম্বর থেকে বুধবার পর্যন্ত মোট ২৪৭৫টি টহল কার্যক্রম পরিচালনা করেছে। টহলের পাশাপাশি সেনাবাহিনী তার নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখছে এবং যেকোনো প্রয়োজনে সার্বিক সহায়তা করতে প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী গত ২৪শে ডিসেম্বর ২০১৮ তারিখ হতে দেশের ৬২টি জেলার ৩৮৯টি উপজেলায় মোতায়েন রয়েছে। মোতায়েনের দিন থেকেই সেনাবাহিনী সদস্যগণ তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে টহল কার্যক্রম পরিচালনা করছে।

সুত্র: মানবজমিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here