বিপিএলের ৬ষ্ঠ আসরকে সামনে রেখে ইতোমধ্যে দল গোছানো প্রায় শেষ করেছে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এখনও দলগুলো নজর রেখেছে বিশ্বের অনেক তারকা ক্রিকেটারের দিকে। কথাবার্তা পাকা হলেই দলভুক্ত করা হচ্ছে উৎসাহ-উদ্দীপনায়। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে দলে অন্তর্ভুক্ত করেছে বিপিএলের অন্যতম জনপ্রিয় দল রাজশাহী কিংস।

বুধবার (২৬ ডিসেম্বর) জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেইজ থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে হাফিজকে দলভুক্ত করার কথা জানায় রাজশাহী কিংস কর্তৃপক্ষ।

৩৮ বছর বয়সী অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ হাফিজ পাকিস্তান জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন ৫৫টি টেস্ট, ২০৩টি ওয়ানডে ও ৮৯টি টি-২০ ম্যাচ। এছাড়াও খেলেছেন বিশ্বের বিভিন্ন টি-২০ লিগে, খেলেছেন বিপিএলেও। বিপিএলের গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার কথা ছিল তার। তবে ঐসময় অবৈধ অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ হলে নিজেকে শুধরানোর জন্য বিপিএলে খেলতে আসেননি হাফিজ। অবশেষে রাজশাহী কিংসের জার্সি গায়ে আবারও বিশ্বের অন্যতম জনপ্রিয় এই টি-২০ লিগে অংশ নেওয়া হচ্ছে তার।

একনজরে আসন্ন বিপিএলের জন্য রাজশাহী কিংস স্কোয়াড-শাহরিয়ার নাফীস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, কায়েস আহমেদ, ক্রিস্টিয়ান জাঙ্কার, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ফজলে রাব্বি, সৌম্য সরকার, ইসুরু উদানা, লরি ইভেনস, মোহাম্মদ হাফিজ, মার্শাল আইয়ুব, কামরুল ইসলাম রাব্বি, রাহায় টেন ডেসকাট, সেকুগে প্রশন্ন, মোহাম্মদ সামি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here