লক্ষণ মুশফিকের ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরির প্রশংসা করেন। জানান, কঠিন কন্ডিশনে তার এই ব্যাটিং ছিল অন্যবদ্য।

সাবেক টেস্ট ব্যাটসম্যান লক্ষণ তার দলের ওপেনার হিসেবে শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে ও নিউজিল্যান্ডের টম ল্যাথামকে বেছে নিয়েছেন। পরের দুটি পজিশনে আছেন যথাক্রমে কেন উইলিয়ামসন ও বিরাট কোহলি।লক্ষণের সেরা টেস্ট একাদশপাঁচ নম্বরে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। আর মুশফিকের পরে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন ইংল্যান্ডের স্যাম কারেন। দলে দুই বিশেষজ্ঞ স্পিনার হলেন অস্ট্রেলিয়ান নাথান লায়ন ও পাকিস্তানের ইয়াসির শাহ। আর দুই পেসার হলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও ভারতের জসপ্রিত বুমরাহ।

লক্ষণের সেরা টেস্ট একাদশ: দিমুথ করুনারত্নে, টম ল্যাথাম, কেন উইলিয়ামনস, বিরাট কোহলি, বাবর আজম, মুশফিকুর রহিম, স্যাম কারেন, নাথান লায়ন, ইয়সির শাহ, কাগিসো রাবাদা ও জসপ্রিত বুমরাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here