বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশ নির্বাচনকে মেনে নিয়েছে এবং স্বীকৃতি দিয়েছে। এবং একাদশ জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রশ্ন তোলা ও সংলাপের আহ্বানকে হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার গাজীপুরের চন্দ্রায় ফোরলেন প্রশস্তকরণের কাজ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন মানা না মানায় কিছু যায়-আসে না। তারা নানা অজুহাত তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। যা জনগণ মেনে নেবে না।

তিনি আরও বলেন, সড়কে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ পার্কিং ও দখলদারিত্ব দূর করতে হবে। এসময় আগামী সাতদিনের মধ্যে নোটিশ দিয়ে সড়ক মহাসড়কে অবৈধ পার্কিং, দখল উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন সেতুমন্ত্রী।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- সড়ক ও জনপথ বিভাগের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মাসুদ চৌধুরীসহ সড়ক বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here