নিউইয়র্কে বর্ণিল পিঠা উৎসব, বাঙালি সংস্কৃতির জয়গান

0
383

বাংলা খবর ডেস্ক:
প্রবাস-প্রজন্মে বাঙালির ইতিহাস-ঐতিহ্য জাগ্রত রাখার প্রত্যয়ে পিঠা উৎসব হলো নিউইয়র্কে। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে ২০ জানুয়ারি আয়োজিত উৎসবে যোগ দেন সবাই। আমেরিকায় জন্মগ্রহণকারিরা শীতের আমেজে এ উৎসবে এসে পিঠা খেয়ে ভিন্ন এক আমেজে আবিষ্ট হয়। কারণ, উৎসবের উচ্ছ্বলতাকে বর্ণিল করতে একইসাথে চলে নাচ, গান আর ফ্যাশন শো। প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে অংশ নেন। উৎসবের আয়োজক ‘শো-টাইম মিউজিক’র কর্ণধার আলমগীর খান আলম।
জ্যাকসন হাইটসের সন্নিকটে কুইন্স প্যালেসে পিঠা উৎসবের উদ্বোধন করেন ‘বেঙ্গল হোম কেয়ার’র প্রেসিডেন্ট শাহনেওয়াজ।

পিঠা উৎসবে ছিলেন আহবায়ক কমিউনিটি লিডার মাকসুদ এইচ চৌধুরী, সদস্য-সচিব মিয়া মোহাম্মদ দুলাল, প্রধান সমন্বয়কারি খায়রোল ইসলাম খোকন, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, আহসান হাবিব, কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. আবু তারিক, মার্ক হোম কেয়ারের কম্যুনিটি লিয়াঁজো মোহাম্মদ আমির হোসেন কামাল, বাংলাদেশ সোসাইটির নেতা কাজী নয়ন, মোহাম্মদ আলী, সিপিএ ইয়াকুব এ খান প্রমুখ।
এ সময় বাঙালির ঐতিহ্যমণ্ডিত হরেক রকমের পিঠার এমন উৎসবের জন্যে আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তারা। সেলিম ইব্রাহিম এবং সামসুন্নাহার নিম্মির উপস্থাপনায় গভীর রাত পর্যন্ত চলে এ উৎসবের নানা অনুষঙ্গ। এনআরবি নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here