ওয়াইড বল নিয়ে কাহিনীটা একটি। মেহেদি হাসানের করা বলটি ঢাকা দারুস রাসুলের ব্যাট ছুয়ে পিছনে যায়। আর আমাপ্যার এটিকে ওয়াইড বল বলে। এরপরেই টাইম আউটের সময় এই অভিযোগ নিয়ে আসেন সালাহউদ্দিন।

এক পর্যায়ে আম্পায়ারদের কাছে ছুটে যান উইকেটে থাকা ঢাকার অধিনায়ক সাকিব আল হাসানও। সেই সময় সাকিবকে ধাক্কা দিয়ে মাঠের বাইরে চলে যান কুমিল্লার কোচ সালাউদ্দিন।

বিষয়টি নিয়ে ক্রিকেট মহলে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। তবে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস জানিয়েছেন, ব্যাপারটি স্বাভাবিক। এই ব্যাপারে ইমরুল বলেন ,’ ঘটনাটা খুবই মজার একটা জিনিস। আপনারা সবাই জানেন সালাউদ্দিন স্যার সাকিবের ছোটোবেলার কোচ। কোচ হিসেবে তাঁর সাথে মজা করেছে। এটা সিরিয়াস কিছু না। সাকিবও হাসছিল।

সাকিব কিছু নিয়ে অভিযোগ করেনি। সে অন্য কিছু নিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলছিল। সাকিব সালাউদ্দিন স্যারের ইস্যু নিয়ে কিছু বলেনি। কারণ সাকিবের কোচ সালাহউদ্দিন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here