তাবলিগ জামায়াতের দ্বন্দ্বের অবসান শেষে উভয় পক্ষ একসঙ্গে মিলে আগামী ফেব্রুয়ারি মাসে বিশ্ব ইজতেমা করার সিদ্ধান্ত হয়েছে।

আজ বুধবার সচিবালয়ে তাবলিগের বিবদমান দু’পক্ষের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দু’পক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, আগামী মাসের ফেব্রুয়ারি যে কোনো সময় টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। দু’পক্ষই সেই ইজতেমা করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইজতেমায় দিল্লি মারকাজের প্রধান মাওলানা সাদ কান্ধলভী সাহেব এই ইজতেমায় আসবেন না, সেই সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার ধর্ম প্রতিমন্ত্রীর অফিসে সভা হবে।  সেখানে কবে কখন কীভাবে ইজতেমা হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে। এখন সিদ্ধান্ত হয়েছে উভয় পক্ষের দুজন সব সময় বসে সিদ্ধান্ত নেবেন। তারা যৌথভাবে বিশ্ব ইজতেমার নেতৃত্ব দেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here