বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই দাবি করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘পুলিশি ক্ষমতা যখন থাকবে না, তখন তো আওয়ামী লীগের বাতি জ্বালানোর লোকও খুঁজে পাওয়া যাবে না।’

‘বিএনপি নিজেদের কোন্দলে ভেঙে যাবে। আওয়ামী লীগের প্রয়োজন নেই বিএনপি ভাঙার।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে আজ শনিবার এক সংবাদ সম্মেলনে রিজভী উপরোক্ত কথাগুলো বলেন।

ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ভেতর থেকে ভেঙে চুপসে গেছে। সেখানে নানা পন্থী এবং সিনিয়র-জুনিয়র নানা ধারা। যে কারণে তারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে সুষ্ঠু নির্বাচন করতে পারেনি, পুলিশের ওপর নির্ভরশীল হয়ে রাতের অন্ধকারে জাল ভোট দিয়ে ব্যালট বাক্স পূর্ণ করতে হয়েছে।’

তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিএনপির সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ বলে দাবি করে রিজভী বলেন, ‘এই ঐক্যে ফাটল ধরাতে পারেনি বলেই ওবায়দুল সাহেবের বুকে বড় জ্বালা। এ জন্য তিনি বিএনপির ছিদ্র খুঁজতে আর্তচিত্কার করছেন। ওবায়দুল কাদের সাহেবকে মনে রাখার জন্য বলব, শকুনির দোয়ায় গরু মরে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here