সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রাম, ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপকে একীভূত করার পরিকল্পনা নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এ তিনটি অ্যাপকে একীভূত করার ফলে একজন ব্যবহারকারীকে যোগাযোগের ক্ষেত্রে এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যেতে হবে না। একটি প্লাটফরম থেকেই তিনটি মাধ্যমে যোগাযোগ করা যাবে।  এটা যদি হয় তাহলে তা হবে এমন ঘটনা প্রথমবার। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। এতে বলা হয়েছে, এ পরিকল্পনা সরাসরি এসেছে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের মাথা থেকে। তিনটি অ্যাপের সফটওয়্যারকে নতুন করে সাজানোর কাজের সঙ্গেও তিনি যুক্ত থাকতে চেয়েছেন। এক্ষেত্রে তারা সফল হলে একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী প্রথমবারের মতো সরাসরি হোয়াটসঅ্যাপ থেকে ইন্সটাগ্রামে টেক্সট ম্যাসেজ পাঠাতে পারবেন। এ জন্য আলাদা করে ইন্সটাগ্রাম ওপেন করার প্রয়োজন পড়বে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here