প্রথম লেগে নিজেদের মাঠে জিরোনার কাছে পয়েন্ট হারাতে হয়েছিল বার্সেলোনাকে। ফিরতি লেগে সেই ভুল আর হয়নি। লিওনেল মেসি-নেলসন সেমেদোর গোলে প্রতিপক্ষের মাঠে সহজ জয় তুলে নেয় কাতালান জায়ান্টরা।

রবিবার ম্যাচটিতে জিরোনাকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এর আগে গতমাসে ক্যাম্প ন্যুতে প্রথম লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

এদিন ম্যাচের শুরুটা দারুণ করে বার্সেলোনা। স্বাগতিকদের ভুলে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় অতিথিরা। লুইস সুয়ারেসের ক্রস ডি-বক্সে পেনাল্টির কাছে ফাঁকায় বল পেয়ে যান নেলসন সেমেদো। সুযোগ হাতছাড়া না করে বাঁ পায়ের শটে বল ঠিকানায় পাঠিয়ে দেন এই পর্তুগিজ ডিফেন্ডার।

বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা বার্সেলোনা প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পায়। মেসি কিংবা ফিলিপে কৌতিনহোরা সেটা কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয় গোল পেতে বার্সাকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৬৮তম মিনিট পর্যন্ত। ছন্দে থাকার মেসির পা ছুঁয়ে আসা সেই গোলে অতিথিদের জয় নিশ্চিত হয়। জর্দি আলবার পাস ডি-বক্সের মুখে ফাঁকায় পেয়ে চিপ শটে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে জাল খুঁজে নেন এই পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। চলতি মৌসুমে এটি তার ১৯তম গোল। পাশাপাশি টানা ছয় ম্যাচে জালের দেখা পেয়েছেন এই আর্জেন্টাইন তারকা।

লিগের ২১ ম্যাচে ১৫ জয় এবং চার ড্রয়ে ৮৯ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সমান ম্যাচ খেলে ৫ জয় এবং ৯ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে জিরোনার অবস্থান ১৪ নম্বরে।

দিনের অপর ম্যাচে গেতাফেকে ২-০ গোলে হারিয়ছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা আতলেতিকো মাদ্রিদ। আর লেভান্তের বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয় পেয়েছে ৩৬ পয়েন্ট নিয়ে চারে থাকা সেভিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here