ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ব্যান্ড মাইলসের শাফিন আহমেদের মানোনয়ন বাতিল করা হয়েছে।

শনিবার সকালে যাচাই-বাছাই শেষে শাফিনের মনোনয়ন বাতিল ঘোষণা করে ইসি।

এদিন অন্য পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বৈধ হওয়া প্রার্থীরা হলেন-আতিকুল ইসলাম, আনিসুর রহমান দেওয়ান, ববি হাজ্জাজ, শাহীন খান ও আব্দুর রহিম। জাতীয় পার্টির প্রার্থী ছিলেন ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ। তিনি গত ২৮ জানুয়ারি জাতীয় পার্টি থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন। এর আগে তিনি ববি হাজ্জাজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে লড়াই করার ঘোষণা দিলেও পরে জাতীয় পার্টিতে যোগ দেন শাফিন। সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম ও সুরকার কমল দাশগুপ্তের ছেলে শাফিন আহমেদ।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here