সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন কাজে অংশ নিচ্ছে রংপুর রাইডার্স। এর আগে ক্যান্সার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেন গেইল-ডি ভিলিয়ার্স, হেলসরা। এরপর বিপিএল ফ্র্যাঞ্চাইজি টিম রংপুর রাইডার্স মঙ্গলবার ‘মাদককে না বলুন’ শীর্ষক এক সেমিনারে অংশ নেয়।

ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল ও প্রত্যয় মেডিকেল ক্লিনিক লিমিটেড আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়ে তরুণ প্রজন্মকে মাদক থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ক্রিস গেইল। টি২০ ক্রিকেটের তারকা এ ব্যাটসম্যান উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘মাদক জীবন নষ্ট করে দেয়। তোমরা যারা স্কুলে পড়ো তারা এটা থেকে দূরে থাকবে। তবেই জীবনে সাফল্য পাবে।’

সেমিনারে গেইলের সঙ্গে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্স কোচ টম মুডি ও ইংলিশ ক্রিকেটার বেনি হাওয়েল। মুডি তার বক্তব্যে বলেন, ‘মাদকাসক্তির সমস্যা কেবল বাংলাদেশে নয়, সারাবিশ্বের। ছোট পরিসরে ক্রিকেটারদের প্রভাবও পরবর্তী প্রজন্মের ওপর পড়ে। এ কারণে তরুণদের সুস্বাস্থ্য নিশ্চিতে ক্রিকেটের ভূমিকা আছে।’

ক্রিকেটের মাধ্যমে নারীদের অগ্রগতিও চোখে পড়ার মতো উল্লেখ করে অস্ট্রেলিয়ান এ কোচ বলেন, ‘এখনকার নারী ক্রিকেট দ্রুত প্রসারিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে একটি বিশ্বকাপ দেখেছি, সেখানে বাংলাদেশের মেয়েরাও ছিল। ক্রিকেট এখানে স্কুল ও ক্লাব পর্যায়েও হচ্ছে, যার অংশ হচ্ছে বালক-বালিকারা। এই পরিবেশ তাদের সুস্বাস্থ্য নিশ্চিত এবং একটি বন্ধুবৎসল দল তৈরিতে সহায়তা করছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here