জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেবলমাত্র দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা এবং আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে, এ দু’টি উপায়ে মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, হাছান মাহমুদ শুধু খালেদা জিয়া নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনও কারাবন্দিকেই মুক্তি দেওয়ার এখতিয়ার রাখেন না বলে জানিয়েছেন।

তথ্যমন্ত্রী বলেন, কারাবন্দিদের মুক্তি দেওয়ার বিষয়টি আদালতের। খালেদা জিয়া আদালতের রায়ে সাজা খাটছেন। সেখানে সরকারের কিছু করার নেই। আদালতের রায়ে যার সাজা হয়েছে, সেই কারাবন্দির মুক্তির দাবি সরকার প্রধানের কাছে করা মানে আদালত অবমাননা করা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি-জামায়াত মূলত একই আদর্শে রাজনীতি করে। আপাত দৃষ্টিতে দুইটি দল মনে হলেও আসলে তারা একদল। এ কারণে তারা কেউ কারও কাছ থেকে আলাদা হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here