ইউরোপীয় মহাকাশ সংস্থার শীর্ষ বিজ্ঞানীরা বলছেন, মঙ্গল গ্রহে একসময় রীতিমত নদী প্রবাহিত হত। সে চিহ্ন মঙ্গলে এখনো রয়ে গেছে। বিজ্ঞানীরা এখন গ্রহটিতে এ্যালিয়েনের জীবন যাপন বা এধরনের অস্তিত্ব খুঁজে দেখছেন। তারা মঙ্গলে উপত্যকা ও খালের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। এবং প্রাচীনকালে এসব এলাকায় নদী প্রবাহিত বলেই তাদের দাবি। মঙ্গল এখন ঠান্ডা ও শুষ্ক হলেও এক সময়ে সেখানে প্রাণের কোনো অস্তিত্ব ছিল কি না তার ব্যাপক অনুসন্ধান চলছে। দি সান

গবেষণায় বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন মঙ্গলে এখনো যে বায়ুম-ল আদ্র ও উষ্ণ রয়েছে তাই প্রাচীনকালের স্থির বা প্রবাহিত জলের অস্তিত্ব জানান দেয়। বিশেষ করে মঙ্গলের দক্ষিণাঞ্চলে উচ্চ ভূমি যা হুইজেনস নামে অভিহিত সেখানে নদীর বয়ে যাওয়ার অস্তিত্ব মিলেছেন। ৪০ লাখ বছর আগে সেখানে নদী বয়ে যেতে বলে স্থির ধারণায় পৌঁছেছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক তোলা মঙ্গলের বেশকিছু ছবি এমন কথা বলছে। মঙ্গলকে নিয়ে বিজ্ঞানীরা অনেক মিশন পরিচালনা করেছেন। এবং তাদের ক্রমশ: মনে হচ্ছে সেখানে কোনো কালে প্রাণের অস্তিত্ব ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here