আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১২৭জনের দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শনিবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে মনোনয়নের তালিকা চূড়ান্ত করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৪ মার্চ ১২৭ উপজেলায় তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। দলের তৃণমূল নেতাদের সুপারিশ, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে যাচাই-বাছাই করে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ১২৭ জন প্রার্থীর নাম চূড়ান্ত করে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) এবার পাঁচ দফায় দেশের ৪৯২টি উপজেলার মধ্যে ৪৮০টিতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১০ মার্চ প্রথম দফায় ৮৭ উপজেলায় ভোট হবে। দ্বিতীয় দফায় ১৮ মার্চ, তৃতীয় দফায় ২৪ মার্চ ও চতুর্থ দফায় ৩১ মার্চ হবে ভোট। পঞ্চম ও শেষ ধাপের ভোট হবে ১৮ জুন।

এ সভায় আরও উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ সেলিম, মো. ফারুক খান, আবদুর রাজ্জাক, ওবায়দুল কাদের, মাহাবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবীর নানক প্রমুখ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here