রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হারিয়ে নিজেদের শীর্ষস্থান আরো মজবুত বার্সেলোনা। শনিবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে মাঠে লা লিগায় ১-০ গোলে জেতে এরনেস্তো ভালভেরদের দল। ম্যাচের শুরুর দিকে পার্থক্য গড়ে দেওয়া একমাত্র গোলটি করেন ইভান রাকিতিচ।

তিন দিন আগের ক্লাসিকোয় নিষ্প্রভ থাকা মেসি এই ম্যাচের প্রথমার্ধেও ছিলেন অনুজ্জ্বল। প্রথম উল্লেখযোগ্য সুযোগটি অবশ্য তার পা থেকেই আসে। ১৯তম মিনিটে সুয়ারেসের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে আর্জেন্টাইন তারকার শট গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টের বাইরে দিয়ে যায়।

২৬তম মিনিটে বের্নাবেউকে স্তব্ধ করে এগিয়ে যায় বার্সেলোনা। সের্হি রবের্তোকে ছোট করে বল বাড়িয়ে দ্রুত সামনে এগিয়ে যান রাকিতিচ। সের্হিও রামোসকে পেছনে ফেলে ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে ফিরতি পাস ধরে গোলরক্ষকের উপর দিয়ে বল ঠিকানায় পাঠান ক্রোয়াট মিডফিল্ডার। ৩৮তম মিনিটে ফাঁকায় বল পেয়ে জোরালো শট নেন সুয়ারেস; তবে নাগালে থাকা বল ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষকথিবো কোর্তোয়া।

বিরতির আগে রামোস ছুটে গিয়ে লাফিয়ে বল দখলে নেওয়ার সময় তার হাত মেসির মুখে লাগলে বাড়তি উত্তেজনা ছড়ায়। দুজনে কিছুটা বাকযুদ্ধেও জড়িয়ে পড়েন, রেফারি গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

দ্বিতীয়ার্ধ্বে ৫৯তম মিনিটে জেরার্দ পিকে ডি-বক্সে বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে পেয়ে যান ভিনিসিউস জুনিয়র। তবে তার শট ডিফেন্ডার ক্লেমোঁ লংলের গায়ে লেগে প্রতিহত হয়। দুই মিনিট পর মেসিকে আবারও ফাউল করে হলুদ কার্ড দেখে রিয়াল অধিনায়ক রামোস।

৭০তম মিনিটে উসমান দেম্বেলের দূরের পোস্টে নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে না পেরে দূরপাল্লার শটে চেষ্টা চালান ভিনিসিউস ও কাসেমিরো। তাতে সাফল্য অবশ্য মেলেনি।

২৬ ম্যাচে ১৮ জয় ও ছয় ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে বার্সেলোনা। ১০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ।

আর শিরোপাধারীদের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে পড়ে শিরোপা লড়াইয়ে থেকে অনেকটাই ছিটকে পড়ল রিয়াল মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা দলটির পয়েন্ট ৪৮।

ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারানো আলাভেস ৪০ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। ১ পয়েন্ট কম নিয়ে পাঁচ নম্বরে আছে আছে এক ম্যাচ কম খেলা গেতাফে।

আর পয়েন্ট তালিকার তলানির দল হুুয়স্কার মাঠে ২-১ গোলে হারা সেভিয়া ২৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here