মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশে একটি নাইটক্লাবে বন্দুক হামলার ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এছাড়া, এঘটনায় আহত হয়েছে আরও ৭ জন। গুয়ানাজুয়ানা মেক্সিকোর অন্যতম সহিংস অঞ্চল হিসেবে পরিচিত। রয়টার্স, বিবিসি

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, গুয়ানাজুয়ানার সালামানকা শহরের ‘লা প্লায়া মেনজ ক্লাব’র সামনে তিনটি ভ্যানে করে একদল অস্ত্রধারী আসে। এরপর ক্লাব প্রাঙ্গণে গুলি চালাতে আরম্ভ করে।

গুয়ানাজুয়াতোর প্রসিকিউটর দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, হামলার পর নাইট ক্লাব এলাকা থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দু’জন মারা যান হাসপাতালে যাওয়ার পর। ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সালামানকায় তেল মজুদের দখল নিয়ে একাধিক সশস্ত্র চক্র সক্রিয়। চলতি সপ্তাহেই দেশটির প্রেসিডেন্ট অ্যান্দ্রে ম্যানুয়েল লোপেজ এই স্থানীয় চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here