জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার কারণে জাতি হারাতে বসেছিলো উন্নত জীবনের সম্ভাবনা। ৭৫ পরবর্তী সময়ে ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণ নিষিদ্ধ করা হয়েছিলো। যা বর্তমানে জাতিসংঘ ইউনেস্কো “ডকুমেন্টারি হেরিটেজ” (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দিয়েছে।

আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিশু সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাত্র সাড়ে তিন বছরের সময়ে তিনি শিশুদের জন্য ১৯৭৪ সালে শিশু আইন প্রনয়ণ করে। সবার জন্য শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করার স্বপ্ন ছিলো বঙ্গবন্ধুর।

ছোট বেলা থেকেই দারিদ্র মানুষকে দেখে তার হৃদয় কাপতো, তাই তিনি তার সারাটি জীবন মানুষের সেবায় নিয়োজিত করেন। দেশের সকল মানুষ দারিদ্র ক্ষুদামুক্ত ও স্বাধীন জীবন-যাপন করবেন এটিই ছিলো তার মূল লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here