ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের করোনারী আর্টারী বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। তামিল বংশোদ্ভূত সিঙ্গাপুরের বিশিষ্ট কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিভাথাসান কুমারাসোয়ামি এই অস্ত্রোপচার করেন। শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. এস এম মোস্তফা জামান এই তথ্য জানান। যমুনা টিভি

তিনি আরো জানান, ওবায়দুল কাদেরের হেমোডাইনামিক্যালি এখন ভাল এবং বর্তমানে করোনারি কেনার ইউনিটে চিকিত্সাধীন। নিয়ম অনুযায়ী দুইদিন সিসিইউ তে থাকার পর ছয়দিন কেবিনে রাখা হয়। সে অনুযায়ী আগামীকাল বা তার পরদিন কেবিনে আনা হতে পারে। তার মোট চারটি গ্রাফ্ট বসানো হয়েছে।

গত রোববার (৩ মার্চ) সকাল ৭টায় ম্যাসিভ হার্ট অ্যাটাক করেন ওবায়দুল কাদের। তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

সিসিইউর ২ নম্বর বেডে লাইফসাপোর্টে চিকিৎসা দেয়া হয় তাকে। পর দিন সোমবার উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির পরামর্শে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে উন্নত চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত দেয় ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত বিএসএমএমইউর মেডিকেল বোর্ড।

ওই দিনই এয়ার অ্যাম্বুলেন্সে তাকে মাউন্ট এলিজাবেথে এনে ভর্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here