শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার অনাপত্তি দেয়নি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। অবশেষে জানা গেলো আইপিএল মাঠে নামতে চলেছেন লঙ্কান এই পেসার। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আগামী দুই ম্যাচেই খেলবেন তিনি।

আগে এক বার্তাতে জানানো হয়েছিলো বিশ্বকাপে জায়গা পেতে হলে লঙ্কান খেলোয়াড়দেরকে ঘরোয়া প্রাদেশিক টুর্নামেন্ট খেলতে হবে। তাই দেশের জন্য আইপিএলের প্রথম ছয় ম্যাচ খেলতে পারবেন না মালিঙ্গা।

তাই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অনুরোধ করে মালিঙ্গাকে আইপিএলে খেলার অনুমতি দেওয়ার জন্য আর এই কারণে শুরুর এই দুই ম্যাচে খেলার অনুমতি দেয় শ্রীলঙ্কান বোর্ড।

অন্যদিকে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক অশান্তা ডি মেল সম্প্রতি জানিয়েছেন প্রাদেশিক টুর্নামেন্টে খেলা না খেলার উপর মালিঙ্গার বিশ্বকাপে জায়গা পাওয়া নির্ভর করছে না। তিনি মনে করেন বিশ্বকাপের দলে মালিঙ্গার জায়গা পাওয়া নিশ্চিত। তিনি বলেন, ‘যদি সে আইপিএলে যায় তাহলে আমাদের কোনো সমস্যা নেই। বোর্ড তাকে ইতিমধ্যে অনাপত্তি পত্র দিয়েছে, তাই সে যেতে পারে। তাছাড়া, সে ওয়ানডেতে আমাদের সেরা বোলারদের একজন। তাই দলে তার জায়গা পাওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই।’

আগামী ৪ এপ্রিল থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কার প্রাদেশিক টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ১১ এপ্রিল। ফলে আইপিএলে দুই ম্যাচ খেলে আবারও শ্রীলঙ্কায় ফিরে যেতে হবে মালিঙ্গাকে।

আইপিএলের শুরু থেকেই ইনজুরি আক্রান্ত মুম্বাই ইন্ডিয়ান্স শিবির। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন অ্যাডাম মিলনে। তাছাড়া, টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই চোটে পড়েছেন পেসার জাসপ্রিত বুমরাহ। ফলে মালিঙ্গার ফেরার খবর স্বস্তি দিচ্ছে মুম্বাই শিবিরে। মালিঙ্গা ফিরলে তাই হয়তবা বোলিং লাইনটা শক্ত করতে পারবে দলটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here