পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ১০৭ উপজেলার ভোটগ্রহণ হতে যাচ্ছে আগামীকাল রোববার। রমজানের আগে উপজেলা পরিষদ নির্বাচনের এটিই শেষ ভোটগ্রহণ। শেষ ধাপের ভোটগ্রহণ হবে রমজানের পর ১৮ জুন। শুক্রবার (২৯ মার্চ) মধ্যরাতে চতুর্থ ধাপের নির্বাচনী প্রচার শেষ হয়েছে।

১২৮ উপজেলায় ভোটগ্রহণের কথা ছিল কিন্তু আইনি জটিলতা ও অনিয়মের কারণে ছয় উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। এ ছাড়া ১৫টিতে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ১০৭ উপজেলায় ভোটগ্রহণ হবে।
নির্বাচনী মাঠে নেমেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোটের পরে দুই দিন মাঠে থাকবেন তাঁরা।
শনিবার (৩০ মার্চ) কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল পাঠানো হবে।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নির্বাচনী (উপজেলায়) এলাকায় ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ইসি সচিবালয় সূত্র জানায়, এবারের ভোট নিয়েও প্রার্থী ও ভোটারদের উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। কিছুটা উত্তেজনা রয়েছে নির্বাচনী এলাকায়। আগের তিনটি ধাপের মতো আগামীকাল নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে তেমন আগ্রহ লক্ষ করা না গেলেও প্রার্থীদের নানা ধরনের আশঙ্কা ও অভিযোগ রয়েছে। কোনো কোনো এলাকায় ‘বিদ্রোহী’ ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটের আগের রাতে ব্যালটে সিল মারার ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here