পাকিস্তান জাতীয় দলের ফিরলেন এক সপ্তাহও হয়নি উমর আকমলের। এর মধ্যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে জরিমানা গুনতে হচ্ছে। নিয়ম ভেঙ্গে শুক্রবার রাতে দুবাইয়ে মার্কিন পপ তারকা একনের কনর্সাটে দেখতে যান আকমল। টিম হোটেলে ফেরেনও দেরি করে। নিয়ম ভেঙ্গে হোটেলের বাইরে যাওয়া উমর আকমলের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এমন কাণ্ডে নিজের দোষ মেনে নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) কাছে ক্ষমা চেয়েছেন আকমল। পিসিবির ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম খান বলেন, ‘আমি আনন্দিত যে আকমল তার ভুল বুঝতে পেরেছে। এবং সে তার শাস্তি মেনে নিয়েছে।

পিসিবি ক্রিকেটারদের কাছে সর্বোচ্চ পেশারদারিত আশা করে। এবং এই ধরণের  আচরণ পিসিবির কাছে কখনো গ্রহণযোগ্য হবে না।’
‘শৃঙ্খলা ভঙ্গ’ এবারই প্রথম নয় উমর আকমলের জন্য। ২০১৭ সালে পাকিস্তান কোচ মিকি আর্থারের সঙ্গে ঝগড়া করে দল থেকে ছিটকে যান উমর আকমল। তাতে লম্বা সময়ের জন্য জাতীয় দলের বাইরে ছিলেন এই পাক ব্যাটসম্যান। ঘরোয়া লীগের দুর্দান্ত পারফর্মেন্সে আর বিশ্বকাপের আগে পাকিস্তানের ছয় খেলোয়াড়কে বিশ্রাম দেয়ায় সুযোগ পেয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here