বিনা প্রতিদ্বন্দ্বিতায় ময়মনসিংহ সিটির প্রথম মেয়র টিটু

0
608

নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটুর সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন জতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমদ।

মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এর ফলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে একক প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেয়র হতে যাচ্ছেন। আগামী ৫ মে এই সিটি করপোরশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও জাপার প্রার্থী ছাড়াও তিনজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গত ১০ এপ্রিল মনোনয়ন যাচাই বাছাইয়ের তাদের তিনজনের মনোনয়ন বাতিল হয়।

মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন- আবু মো. মুসা সরকার, বিশ্বজিৎ ভাদুড়ি ও শহিদুল ইসলাম ওরফে স্বপন মন্ডল। আপিলেও তারা প্রার্থিতা ফিরে পাননি।

আগামী ৫ মে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে কেবল কাউন্সিলর পদে নির্বাচিত অনুষ্ঠিত হবে।

ইকরামুল হক টিটু কেবল ময়মনসিংহ সিটির প্রথম মেয়রই হবেন না, একই সঙ্গে তিনি দেশের কোনো সিটি কর্পোরেশনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মেয়র হতে চলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here